১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইদ্রিস (৪০) কে রায় ঘোষণার সময় আদালতে হাজির করানো হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে নেওয়া হয়।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এই রায় দিয়েছেন। ইদ্রিস ফেনী সদরের দৌলতপুর গ্রামের নূর আলম মাস্টার বাড়ির মৃত আবু আহমেদের ছেলে
আদালত সূত্রে জানা গেছে, আসামি ইদ্রিসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৩ (খ) ধারায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এজন্য আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ অক্টোবর নগরীর কোতয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মেলা কমিউনিটি সেন্টারের পাশে ইদ্রিসের পান-সিগারেটের দোকান থেকে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইদ্রিস মেলা কমিউনিটি সেন্টারের নিরাপত্তা প্রহরী হিসেবেও দায়িত্বরত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওসমান কবির বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শুরুর এক বছরের মধ্যে বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে চারজনের সাক্ষীকে আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।