বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন ও পরিবহন মালিকদের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বন্দর থেকে মালামাল পরিবহনের ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে চাঁদবাজী এবং অহেতুক হয়রানি করা হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।
বুধবার সকালে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ সাবেক মেয়রের কাছে স্মারকলিপি তুলে দেন।
মহাসড়ককে নির্বিঘ্নে করতে পরিবহন মালিক ও শ্রমিক-কর্মচারিদের পক্ষে থাকবেন জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে নৌ-পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।