সাত লাখ ৪৮ হাজার ৪২২ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে বলে জানিযেছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
আজ সংসদে সরকারি দলের সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মহানগরীর ১০টি থানা নির্বাচন অফিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগরিকদের মাঝে এসব স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় এখনো দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি। বর্তমানে প্রথম পর্যায়ে ঢাকা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ চলছে।
তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে।