কেরানীগঞ্জে জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মুন্না (৩০) ও মো. আলামিন (৩২)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে এক হাজার টাকার ৪৬টি জাল নোট জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৪৬টি জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম