রাজধানীর শেরেবাংলা নগরে প্রাইভেটকারের ধাক্কায় মাকসুদুল করিম রায়হান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত তার স্বজনরা জানান, নিহত রায়হানের বাবার নাম মীরন নবী ভূঁইয়া। তিনি মোহাম্মদপুর এলাকায় চাঁন মিয়ার হাউজিংয়ে থেকে উত্তরার একটি পিৎজাহাটে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব