রাজধানীর কলাবাগান এলাকায় মাসুদ রানা (৩২) নামে এক চালককে কুপিয়ে জখম করে প্রাইভেট কার ছিনতাই করেছে দুর্বৃত্ত্বরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত প্রাইভেট কার চালক মাসুদ রানাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় জখমের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চালক জানায়, পাঁচ থেকে ছয়জন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে আসে। তারা প্রথমে প্রাইভেট কারের চাবি চায়। চাবি না দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে (চালক) আঘাত করে। একপর্যায়ে তারা চাবি ছিনিয়ে নেয়। সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোনও তারা নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা প্রাইভেট কারসহ পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম