ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই নারী সদস্যসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ঢাকা ও পাশের জেলা নারায়ণগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা জাকিরসহ ছয়জনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন। পরে সেখান থেকে অস্ত্র, গুলিসহ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দুপুরের দিকে র্যাবের মিডিয়া কার্যালয়ে (কারওয়ানবাজার) সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম