উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এটি বরিশাল জেলা আইনজীবী সমিতির ৭৮তম নির্বাচন।
নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সভাপতি পদে সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু ও সম্পাদক পদে মামুন-অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও সমমনা দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সম্পাদক পদে মোখলেছুর রহমান বাচ্চু প্রতিদ্বন্ধিতা করছেন।
দুটি প্যানেলে ১৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ৩২জন। আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় ৯০০ হলেও মোট ভোটার ৮৪০জন।
এদিকে, এই নির্বাচনে আগাম ভোট দিয়েছেন জেলা বারের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার এবং বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ২০ ভোটার।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনজীবী সমিতি চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা