দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেল আটক হয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্লট জালিয়াতির মামলায় বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদকের এক কর্মকর্তা জানান, বুধবার মতিঝিল থানায় প্লট জালিয়াতি সংক্রান্ত একটি মামলা করা হয়। দুদক কর্মকর্তা সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় তদন্ত করতেই তাদেরকে আটক করা হয়।
এদিকে অন্য একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে নেওয়ার কথা।
অপরদিকে শওকত আজিজের অপর ভাই পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ