রাজধানীর বারিধারায় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বারিধারার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, একটি খালি জায়গার চারদিকে ঘেরা দেয়ালের একাংশ ধসে পড়লে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ