ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুই নারীসহ শিশু পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। তারা শিশুদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করত বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার রাতে তাদেরকে আটক করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান। আটককৃতদের নাম-পরিচয় জানাননি তিনি। তিনি বলেন, অপহরণের পর শিশুদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করা হতো। প্রয়োজনে শিশুদের হত্যা ও গুম করা হতো বলেও ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ