ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর স্বজনকে শ্লীলতাহানির অভিযোগে আজ বেলা ৩টার দিকে রইজ উদ্দিন রানা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রানাকে আটক করে ঢামেক ক্যাম্প পুলিশ।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ২২১ নম্বর ওয়ার্ডে ওই নারীর এক স্বজন ভর্তি আছেন। বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তার শ্লীলতাহানির চেষ্টা করে রানা। এ সময় চিৎকার ও ধস্তাধস্তির শব্দে ওয়ার্ডের লোকজন জেগে উঠে রানাকে মারধর করে। পরে তারা রানাকে ছেড়ে দেয়। আজ দুপুরে রানা ফের ওই ওয়ার্ডে আসলে তাকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার