বরিশালে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১ নম্বর প্যানেল মেয়র ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী কে এম শহীদুল্লাহ সহিদ। বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আনয়ারুল হক বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি রাতে নগরীর দক্ষিণ আলেকান্দা মেডিকেল কলেজ লেনের নিজ বাসা থেকে হাজী সহিদকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করে র্যাব। যদিও ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন হাজী সহিদ ও তার পরিবার।
এ ঘটনায় ওই রাতেই হাজী সহিদকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন র্যাব-৮’র উপ-সহকারী পরিচালক সিকদার আশরাফুর রহমান। ২৬ জানুয়ারি কোতয়ালী মডেল থানার তৎকালীন ওসি মো. শাখাওয়াত হোসেন তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
ওই বছরেই ২৬ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
১২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আজ বৃহস্পতিবার বিচারক তাকে বেকসুর খালাস প্রদান করেন।
এ ব্যাপারে প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর কে এম শহীদুল্লাহ বলেন, মামলাটি ছিল মিথ্যা ও হয়রানিমূলক। আমি সঠিক বিচার পেয়েছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ