রাজধানীর মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাহিদা আক্তার (২৫)। বৃহস্পতিবার রাত ৮ নাগাদ দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা কুমিল্লার লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুল মন্নান ওরফে মনু চেয়ারম্যানের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী র্যাংকিন স্ট্রিট এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন বলে জানা গেছে। তিনি বারিধারা ক্যামব্রিয়ান কলেজের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। এছাড়াও দিলকুশা শাখার যমুনা ব্যাংকে চাকরি করতেন তিনি।
সাহিদার চাচা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সন্ধ্যায় সাহিদা বারিধারা থেকে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মেরুল বাড্ডায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাহিদা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে বাড্ডার এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
তিনি আরও বলেন, "পরবর্তীতে এশিয়া হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, "মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭