মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী প্রান্তিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আলাদা দুটি ব্যাগ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা আক্তার (৪২) এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সুনিল চন্দ্র নাথের পুত্র রাখাল চন্দ্র নাথ (৪০)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন জানান, "বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং ষ্টেশনের সামনে কুমিল্লা থেকে চট্টগ্রাম মুখি যাত্রীবাহী বাসটিতে (চট্ট মেট্টো ব ১১-০৫৫০) তল্লাশি চালানো হয়। এ সময় বাসের কেরিয়ারে রাখা দুটি ব্যাগের একটিতে ৭ কেজি এবং অন্য একটি ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় দুই জনকে আটক করা হয়।"
তিনি আরও বলেন, "উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪