রাজধানীর তেজগাঁও এলাকায় রেলওয়ে বস্তিতে আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, সকালে তেজগাঁও রেলওয়ে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম