রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রায় আধা কেজি হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক সেই নারীর নাম সুফিয়া বেগম ওরফে কুদন (৬০)। সুফিয়ার বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সুফিয়া রাজশাহী থেকে কমলাপুরগামী ধুমকেতু এক্সপ্রেসে কমলাপুর রেলস্টেশনে আসেন । গোপন সংবাদের ভিত্তিতে তাকে তখন আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্রায় আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২