চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন প্রজন্মলীগ সভাপতি মো. বাহাদুর (৩০) ছুরিকাঘাতে খুন হন।
গত বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। বাহাদুর কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বকশি মিয়া মেম্বার বাড়ির মৃত রফিক আহমেদের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুর চিটাগাং মেরিন ডক প্রতিষ্ঠানে ঠিকাদারী করতো। বৃহস্পতিবার রাতে মেরিন ডক থেকে বিল নিয়ে ফেরার পথে কোলাগাঁও সিরাজশাহ মাজারগেইট এলাকায় ৪-৫ জন মুখোশধারী উপর্যুপুরি ছুরিকাঘাত করে বাহাদুরকে খুন করে।
পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজ উদ্দিন বলেন, "বৃহস্পতিবার রাতে সিরাজশাহ মাজারগেইটে বাহাদুর নামে এক যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮