দেওয়ানবাগ দরবার শরীফের পীর মাহবুবে খোদা দেওয়ানবাগী রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালের কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ আজ শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "৫ ফেব্রুয়ারি থেকে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থার অবনতি হওয়া সন্ধ্যায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে।
দেওয়ানবাগী ইউনাইটেড হাসপাতালের কনসালটেন্ট অধ্যাপক নাজমুল ইসলামের তত্ত্বাবধায়নে চিকিৎসা গ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০