অবৈধ উপায়ে দুবাই যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪ জন বাংলাদেশিকে আটক করে তাদের পাসপোর্ট জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, “সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫১ ফ্লাইটে দুবাই যাবার কথা ছিল তাদের। এরপর চাকরির জন্য কেনিয়ার নাইরোবি যাওয়ার কথা বলে দাবি করছে তারা।
“কেনিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায় বলে প্রথমে তাদের সন্দেহ হয়নি। পরে তাদের থেকে জানা যায়, তারা দুবাইয়ে বিমানবন্দরে ৩/৪ দিন অবস্থান করবে। সেখানের ভিসা নেই। থাকার মতো কোনো জায়গায় নেই।”
বিদেশে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে না থাকায় পাসপোর্ট জব্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রতারক চক্রের সদস্যরা এরই মধ্যে তাদের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা করে রেখেছে বলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, “দুবাই থেকে উন্নত চাকরি দেওয়ার কথা বলে লিবিয়াসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে তাদের অবৈধভাবে নেওয়ার কথাও ছিল।”