ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাত হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েও নতুন করে কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ইয়াসিনের পরিবারের পক্ষ থেকেও কোন মামলা দায়ের করা হয়নি।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, নিহতের পরিবার লাশ দাফন নিয়ে ব্যস্ত থাকায় মামলা দায়ের করা হয়নি। লাশ দাফন শেষে রাতে (রবিবার রাতে) থানায় এসে মামলা দায়ের করবে।’ তিনি জানান, এ ঘটনার সাথে কারা কারা জড়িত তা খোঁজ খবর নেয়া হচ্ছে। ঘটনার পরপর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে।
এদিকে ইয়াসিনের লাশের ময়নাতদন্ত শেষে রবিবার লাশ নিহতের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে নিয়ে যায় হয়। বিকেলে পরিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার আভ্যন্তরিণ বিরোধের জের ধরে নিহত হন ইয়াসিন। এ ঘটনায় আরো পাঁচ আহত হন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হারুনুর রশিদ নামে আরেক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।