চলমান এসএসসি’র গণিত পরীক্ষায় বরিশাল বোর্ডে ৪৩১ পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলো। এছাড়া রবিবার অনুষ্ঠিত এই পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য দেয়া হয়েছে।
পরীক্ষা হলে অসদুপায় অবলম্বনের দায়ে লালমোহন কেন্দ্রে ৩ জন, পরীর খাল কেন্দ্রে ২ জন এবং আমুয়া, উজিরপুর, বাংলাবাজার, দৌলতখান, উলানিয়া হাট ও পালরদি কেন্দ্রে ১জন করে পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার গণিত পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিতির হার সবচেয়ে বেশী। অন্যান্য পরীক্ষায় সর্বাধিক অনুপস্থিত ছিলো ২৯৫ জন। কিন্তু গণিত পরীক্ষায় এই সংখ্যা দাড়িয়েছে ৪৩১ জনে। গণিতে মোট পরীক্ষার্থী ছিলো ৮৯ হাজার ৫৫৪ জন। কেন্দ্রে উপস্থিত ছিলো ৮৯ হাজার ১২৩ জন পরীক্ষার্থী।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল