রাজধানীর কদমতলীতে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর আগে পারিবারিকভাবে রফিকুল ইসলামের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। তারা কদমতলীর রায়েরবাগ ব্লক -সি এলাকায় টিনশেড একটি বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে গত রাতে সোনিয়া বিষপান করে। পরে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এদিকে, মৃত সোনিয়ার চাচা কামাল হোসেন সোনিয়াকে জোর করে বিষপানে আত্মহত্যা করানো হয়েছে বলেও অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কদমতলীর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, ঘটনার পর পরই সোনিয়ার শ্বশুর আবদুস সালাম ও স্বামীর ভাই রুবেলকে আটক করা হয়েছে। সোনয়ির স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল