ফৌজধারী আইনের মামলায় আদালত চার্জশিট আমলে নেওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ডের দিনার খান হাসু।
গত মঙ্গলবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পত্র সংশ্লিষ্ট কাউন্সিলররা হাতে পান। বরখাস্ত হওয়া দুই কাউন্সিলর বিএনপির রাজনীতির সাথে জড়িত।
জানা যায়, কাউন্সিলর শামীম ও হাসুর বিরুদ্ধে ফৌজধারী আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলায় তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। আদালত চার্জশিট আমলে নেওয়ায় তাদের সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়।
এদিকে, বরখাস্ত হওয়া কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ওয়ার্ডে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও দিনার খান হাসুর ওয়ার্ডে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে ভারপ্রাপ্ত কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে। তবে, বরখাস্ত হওয়া দুই কাউন্সিলর তাদের পদ ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব