রাজধানীর কাফরুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় আজ সকালে গাড়ির ধাক্কায় অজ্ঞাত একব্যক্তি (৪০) নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহম্মদ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার