চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া স্লুইচগেট এলাকা থেকে ৬ লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা চরপাড়া স্লুইচগেট এলাকায় থেকে আটক করা হয়। আটককৃত এই ৮ জনের ভেতর ৬ জন মায়ানমারের নাগরিক বলে জানা গেছে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬