রাজধানীর শেরে বাংলা থানাধীন চন্দ্রিমা উদ্যান লেক রোডে গাছ ভেঙে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মুজাহিদুল ইসলাম (৩৫)।
রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল গাজীপুরের জয়দেবপুর এলাকার শামসুল হকের ছেলে।
শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহরাব আল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গুরুতর আহতাবস্থায় মুজাহিদুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪