রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় সূচনা (৬) নামের একটি শিশু আহত হয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
রবিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শিশুটির বাবার নাম মো. সজিব মিয়া
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মহাখালী সাততলা বস্তি এলাকায় একটি গাড়ির ধাক্কায় শিশুটি আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২