ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার এ রুল জারি করেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন সুলতান মোহাম্মদ মনসুরসহ তিনজন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।