সাভারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাস সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বাসটি সিএন্ড বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা চার জন স্কুল শিক্ষার্থী আহত হয়।
অন্যদিকে, এর কিছু সময় পরই নবীনগর এলাকা থেকে প্রায় ৩৫ জন যাত্রী একটি বাস বিপিএটিসির মূল ফটকের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা প্রায় ১৬ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। সাভার ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৭/ফারজানা