রাজশাহীতে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলা সদরে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে ইউসুফ আলী (৩৫) ও সেকেন্দার আলীর ছেলে মো. বাবু (৩৫)।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকালে ওই দুই মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলে যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা সদরের মেডিকেল মোড়ে পুলিশের একটি দল তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ওসি জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী ইউসুফ ও বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৭/মাহবুব