সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাকিব হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়াণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।
এদিকে এলাকাবাসী ইসমাইল নামে এক সন্ত্রাসীকে গণধোলাই দিয়েছে। আহত সাকিব হোসেন মিজমিজি তালতলা এলাকার মোকতার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, চায়ের দোকানের একটি টেবিলে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে সাকিব হোসেনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় ইসমাইল ও তার সহেযাগীরা। পরে শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে ইসমাইল নামে এক সন্ত্রাসীকে গণধোলাই দেয়।
সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।