চিকিৎসক বদলিকে কেন্দ্র করে গত ১৪ মার্চ থেকে বাংলাদেশ মেডিকেল কলেজের ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে ‘রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে ইউনুছ আলী সাংবাদিকদের জানান, কলেজটির ধানমণ্ডি শাখা থেকে উত্তরা শাখায় চিকিৎসক বদলি নিয়ে ১৪ মার্চ থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/মাহবুব