রাজধানীর হাতিরঝিলে চিঠি লিখে ফেলে যাওয়া বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধারের ঘটনায় অনুসন্ধানের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার মহাপরিচালকের পক্ষে অধিদপ্তরের সহকারী পরিচালক দিপা রানী হালদার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটি গাড়ির প্রকৃত মালিক ও ব্যবহারকারীকে শনাক্ত করার পাশাপাশি অপরাধের ধরন ও মাত্রা নির্ধারণ করে সুপারিশ প্রণয়ন করবে।
অফিস আদেশে বলা হয়, গত ৪ এপ্রিল হাতিরঝিলে একটি বিলাসবহুল পোরশে গাড়ি আটক করা হয়। গাড়িটি এভাবে ফেলে যাওয়া হবে বলে জনৈক ব্যক্তি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে জানায়। গাড়িটির মধ্যে একটি চিঠি পাওয়া যায়। তবে চিঠিতে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে জানানো হলেও এর মালিক কে তা বলা হয়নি। বিষয়টি তদন্তে এ কমিটি গঠন করা হলো।
গাড়িটি জার্মানির পোরশে কায়ানে ৯৫৫ মডেলের, চেসিস নং: WP1ZZZ9PZ5LA07109, রঙ: Black, ৩২০০ সিসি, তৈরি সন ২০০৫। শুল্ক করাদিসহ এই গাড়ির আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে।
চিঠিতে দেখা যায়, তিনি এই গাড়িটি স্বেচ্ছায় এ দপ্তরের নিকট হস্তান্তর করছেন। তিনি তার পরিচয় গোপন রেখে মান সম্মান রক্ষার্থে গাড়িটি পরিত্যাগ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছিল বলে তিনি জানান। এখন শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে তিনি 'প্রায়শ্চিত্ত্ব' করতে চাচ্ছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ