সকাল থেকেই পহেলা বৈশাখের উৎসবে মাতোয়ারা। ঠিক একই সময়ে বৈশাখী ভাতার দাবীতে বাসন-খোরা নিয়ে জেলা প্রশাসকের সরকারি বাংলোর সামনে অবস্থান নেন বরিশালের বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আঞ্চলিক কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
এর আগে একই দাবীতে গত বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডে পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। ১২ ঘন্টার মধ্যে দাবী পূরণ না হলে শুক্রবার অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় বাসন-খোরা নিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। পরে তারা নগরীর রাজাবাহাদুর সড়কে জেলা প্রশাসকের সরকারি বাংলোর সামনে বাসন-খোরা নিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে ফ্রন্টের বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ অধ্যাপক মহসিন উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফন্টের নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ড, প্রধান শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ প্রমুখ।
সকাল সোয়া ১১টায় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান সেখানে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের দাবীগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক কার্যালয়ের অদূরে রেইন্ট্রিতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক চলতি মাসের মধ্যে দাবী পূরণ না হলে সকল শিক্ষক-কর্মচারী সংগঠনের যৌথ উদ্যোগে এ মাসের শেষের দিকে শিক্ষা বিভাগের আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার ঘোষণা দেন।
অধ্যাপক হাবুল বলেন, শিক্ষা বিভাগের আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরুর পর কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে ঢুকতে কিংবা অফিস থেকে বের হতে দেবেন না। দাবী পূরণের বিষয়ে সরকারের কাছ থেকে সবুজ সংকেত আদায় পর্যন্ত টানা ঘেরাও কর্মসূচি চলবে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা