রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী সৈকত জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস শিশুসহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত শিশুর পরনে শার্ট ও প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব