প্রবাদে আছে, একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে। তেমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে এক নারী স্কুটার চালাচ্ছিলেন, অপর নারী ব্যাকসিটে বসে ছিলেন। নববর্ষের অথবা চৈত্র সংক্রান্তির সাজে ছিলেন ওই দুই নারী। এখন প্রশ্ন হলো কেন ছবিটি ভাইরাল? এর পেছনের কারণ হচ্ছে 'নারীর ক্ষমতায়ন।' নারীরাও যে পারে এই বিষয়টি ফুটে উঠছে ছবিটিতে। এই একটি ছবিই নারীদের পক্ষে অনেক কথা বলে ফেলে।
নারী শুধু ব্যাকসিটেই বসে নয়, তারা যে সামনের এস্কেলেটরও হ্যান্ডেল করতে পারে ছবির ব্যাখ্যা হিসেবে সেটাই তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে। বৃহস্পতিবার কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল ছবিটি ফেসবুকে পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি লিখেন, 'শুভ নববর্ষ সবাই কে! প্রত্যেক বাঙালি যেন নিজের মতো করে নিরাপদে, স্বাচ্ছন্দে, এবং সসম্মানে উদযাপন করতে পারে এই উৎসব, চলুন সেই দিকটা খেয়াল রাখি.. আপনার নতুন বছর হোক আরো বর্ণিল ও ভালোবাসাময়। '
বাঙালির সকল উৎসবে নারীদের চলার পথ মসৃণ হোক। এমনটা সবার কাম্য, আলোচিত পোস্টে অনেকের মন্তব্য এটা।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব