চট্টগ্রামের বন্দর থানার ছনখোলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ জনি (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় মোহাম্মদ সেলিম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
নিহত জনি পরিবারের সদস্যদের নিয়ে বায়েজিদ থানার রৌফাবাদের সমাজসেবা সড়ক এলাকায় থাকতেন। তার বাবার নাম আসাদুজ্জামান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে জনি ও সেলিমকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সেলিম চিকিৎসাধীন আছেন। তার অবস্থা মোটামুটি সন্তোষজনক।’
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম