চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ জনি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সেলিম নামে আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নগরীর বন্দর থানাধীন ছনখোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হন দু'জন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জনিকে মৃত ঘোষণা করেন। আহত সেলিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ