শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদবলেছেন, ব্যবসার উদ্দেশ্য নিয়ে কোন বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না। যারা অসৎ উদ্দেশ্যে মুনাফার জন্য বিশ্ববিদ্যালয় চালাতে চান তাদের আইনী প্রক্রিয়ায় বাতিল করা হবে। আজ সকালে রাজধানীর উত্তরবাড্ডা সাতারকুলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) চতুর্থ সমাবর্তনে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সমাবর্তন বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বক্তব্য দেন। এছাড়া ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ অন্যরা বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমমান নিশ্চিত করতে চাই। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইন মেনে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কিছুসংখ্যক বিশ্ববিদ্যালয় আইনের গ্রাহ্য না করেই শুধু মুনাফার লক্ষ্য নিয়ে চলছে। তাদের বেশি দিন চলতে দেয়া হবে না।
তরুণ, মেধাবী, কোমলমতি ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সমাবর্তনে এক হাজার ৬১০ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয় শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল