সাভারে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃত সন্ত্রাসীর নাম সোহেল মিয়া। আটক সোহেল ওই এলাকার সালাম মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাতে সাভারে বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সোহেলকে আটক করা হয়। সোহেল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১