গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তথ্য গোপনের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নন প্রসিকিউশন মামলায় খালাস পেলেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খান।
রবিবার ঢাকা মহানগর হাকিম মো. মাহমুদুল হাসান মামলার একমাত্র আসামি তাহমিদ হাসান খানকে খালাস দেন।
তাহমিদের আইনজীবী মো. মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ যে অভিযোগ করেছিল তা প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত আসামিকে খালাস দিয়েছেন। ’
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা আসামি তাহমিদ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন