নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত জনগনের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। একই সঙ্গে বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদকের সন্ধান দিতে সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তারা।
রবিবার সিলেট নগরের কেন্দ্রীয় শহিদ মিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সংগ্রাম পরিষদের আহ্বায়ক বিএনপি নেতা মখন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠনের নেতারা।
বক্তারা, বলেন নিখোঁজের দীর্ঘ পাচ বছর হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি। এতেই প্রমাণিত হয়, বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই তাকে গুম করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান হাসু, সালেহা কবীর শেপি, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপক সামিয়া চৌধুরী, জাসাস নেতা জসিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর থেকে তার সন্ধান দাবিতে সিলেটে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছেন বিএনপি নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব