চট্টগ্রামের সীতাকুণ্ডের ‘সাধন কুটির' থেকে গ্রেফতার জঙ্গি দম্পতি জহিরুল ইসলাম জসিম ও রাজিয়া সুলতানা আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চম দফায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে এ আদেশ দেন চট্টগ্রামের বিচারিক হাকিম হেলাল উদ্দিন।
চট্টগ্রাম জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) মশিউর রহমান বলেন, মিরসরাইয়ে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সীতাকুন্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় পৃথকভাবে ১৫দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করা হলে দু'টি মামলায় চারদিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে ‘সাধন কুটির’ ভবন থেকে জঙ্গি দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ছায়ানীড় ভবন থেকে চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমার বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার জন্য চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা। প্রত্যেক মামলায় গ্রেফতার জঙ্গি দম্পতিকে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ