রাজধানীর ভাসানটেক থানাধীন দেওয়ান পাড়ার লোহার ব্রিজ এলাকায় রবিবার দিবাগত রাত তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম বলেন, নিহত ওই যুবকের নাম সোহেল। তার ব্যাপারে বিস্তারিত পরে জনানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার