রাজধানীতের বাসের ধাক্কায় আয়নাল হক (৩৫) নামে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মৃত আয়নাল গাজীপুরের শ্রীপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে।
সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আয়নাল তেজগাঁওয়ের নাখালপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মৃত আয়নালকে উদ্ধারকারী ট্রাফিক পুলিশ শামসুর রহমান জানান, সকালে বাইসাইকেল চালিয়ে টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে যাচ্ছিলেন আয়নাল। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমুর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭