রাজশাহীর বাঘায় মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে রতন আলী (৩০) ও সারোয়ার হোসেন (৩২) নামের দুই কসাইকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে বাঘা বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ।
আটক রতন আলী উপজেলার গাওপাড়া গ্রামের আমির কসাইয়ের ছেলে এবং সারোয়ার হোসেন একই গ্রামের রেজাউল হকের ছেলে।
ওসি আলী মাহমুদ বলেন, রতন আলী ও সারোয়ার হোসেন একটি মরা গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি মাংস ও মাংস বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটকদের থানা হাজাতে রাখা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তির মুখোমুখি করা হবে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব