রাজধানীতে অভিযান চলাকালে কোনো পরিবহন মালিক গাড়ি বন্ধ রাখলে তার রুট পারমিট বাতিল করা হবে।
সোমবার দুপুরে অভিযানের সময় সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।
তিনি আরও বলেন, যারা রাস্তায় বাস নামায়নি তাদের তালিকা করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে প্রথমে নোটিশ দেওয়া হবে। এরপরও না মানলে রুট বাতিল করা হবে রুট পারমিট।
ঢাকা সড়ক পরিবহন সমিতি ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে রাজধানীতে সিটিং সার্ভিস ও গেটলক পদ্ধতি বাতিলের ঘোষণা দেয়, যা গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব