বরিশালে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার সকাল ৯টায় নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. গাউসসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এর পরপরই শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে সকাল সাড়ে ১০টায় দিবসের তাৎপর্য তুলে ধরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস।
অন্যান্যের মধ্যে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোখলেছুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, জেলা প্ররিষদের নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা