চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ জাকির হোসেন সড়কে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে জাকির হোসেন সড়কের জাহেদ হোসেন ও জাকির হোসেনের ঘরের এক কক্ষের ১৬টি কাঁচা, একটি সেমিপাকা বসতঘর এবং ফার্মেসিসহ চারটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। তারা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক প্রতিবেদনে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ